নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ইমাম হাসান তাইম (১৯) খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করেছেন শিক্ষার্থী এবং শহিদ পরিবারের সদস্যরা। তাদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে ছিলেন ‘জাস্টিস ফর জুলাই’য়ের সদস্যরাও।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে জিরো পয়েন্ট ব্লকেড নামে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
নিহত ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমাম হাসান তাইম। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হননি।
জুলাই গণহত্যার বিচার ও শহিদদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ও জাস্টিস ফর জুলাইয়ের সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি বলেন, তাইমের খুনিদের গ্রেফতার করা হচ্ছে না, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কোন কার্যক্রমও আমরা দেখছি না।
তিনি আরও বলেন, শহিদ পরিবারের দাবি হচ্ছে- অনতিবিলম্বে সরকারের একজন প্রতিনিধি আমাদের এই ব্লকেড স্থলে আসুক। তারা এসে যদি আমাদেরকে সুনিশ্চিভাবে আশ্বস্ত করেন যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে, তাহলে আমরা আমাদের এই ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নেব।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অবরোধের কারণে সড়ক স্থবির হয়ে থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ এক স্থানে অবস্থান করতে হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের আদমজী নগর এমডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম (১৯)। এ ঘটনায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালতে ওই শিক্ষার্থীর মা পারভীন আক্তার এ মামলা করেন।
সিএন/এমএস