নিজস্ব প্রতিবেদক: পদত্যাগ করেছেন হেফাজতে ইসলামের নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল মামুন। মাওলানা আব্দুল আওয়ালকে কমিটি থেকে বাদ দেয়া এবং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরাজমান অসন্তোষের সূত্র ধরেই পদত্যাগ করলেন তিনি।
শনিবার (০৫ অক্টোবর) ফেসবুকে দেয়া এক বিবৃতে প্রস্তাবিত কমিটি প্রত্যাখ্যান করে নিজ পদ থেকে সরে আসার ঘোষণা দেন এবিএম সিরাজুল মামুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আওয়াল সাহেবকে জেলা কমিটির মূল দায়িত্ব থেকে বাদ দেয়া এবং জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করে- হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে এই কমিটি প্রত্যাখ্যান করছি। শুক্রবার (৪ অক্টোবর) বাদ আছর, চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় মাওলানা জুনাইদ আল-হাবীব ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব আমি প্রত্যাখ্যান করছি।
প্রসঙ্গত, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজত ইসলামের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটি নিয়ে শুরুতেই দেখা দিয়েছে অসন্তোষে। নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের দুইজন নায়েবে আমীর থাকলেও তাদের একজনও কমিটি ঘোষণার ছিলেন না। সেই সাথে হেফাজতের একটি অংশের নেতাকর্মীরা এই কমিটিকে মেনে নিচ্ছেন না। ইতোমধ্যে তারা প্রত্যাখানের সিদ্ধান্ত নিয়েছেন। যে কোনো সময় প্রত্যাখানের ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে।
এর আগে, শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের বাগে জান্নাত মসজিদের দ্বিতীয় তলায় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এই কমিটি ঘোষণা করেন।
সিএন/এমএস